এবারে সনদ (সমাপনীবর্ষ 1441) শিক্ষার্থীদের জন্য সুখবর

এবারে সনদ (সমাপনীবর্ষ 1441) শিক্ষার্থীদের জন্য সুখবর

20, Apr, 2020

দেখতে দেখতে ফিরে এলো- শাহরু রামাজান; কুরআন নাযিলের মাস। কুরআন প্রেমিদের কাছে মাহে রমজান মানেই ‘ক্বিরাআত প্রশিক্ষণ’। কিন্তু এই মুহুর্তে বিশ্বে “করোনা ভাইরাস” নামীয় মহামারি! লকডাউনে পুরো জাহান স্তম্ভিত। সবাই ঘরে বসে পার করছি, জীবনের মূল্যবান সময়। ক্বিরাআত প্রশিক্ষণ নিয়ে দ্বিধায় আছি আমরা সবাই। বিগত বছর যারা খামিস পড়েছেন, তারা ভাবছেন- এবার কী আর সনদ দিতে পারবো? সম্মানিত অভিভাবক মন্ডলীরাও দুশ্চিন্তায়, কী হবে আদরের সন্তানের ভবিষ্যৎ!
হ্যাঁ, আপনাদের জন্যই সুখবর!
চিন্তার কোনো কারণ নেই। আপনারা অবশ্যই সনদ দেবেন। আপাতত ফেসবুক গ্রুপে তথ্য দিয়ে নাম তালিকাভুক্ত ও প্রতিদিন আপডেটের সাথে থাকবেন। দেশের সার্বিক পরিস্থিতি শান্ত হলেই সরাসরি কোর্সের মাধ্যমে আপনারা আঞ্জুমানের ফাযিল তালিকায় উঠবেন। আরও সুখবর হলো, রমজান পরবর্তী বছরে অনুষ্ঠিতব্য দস্তারবন্দী মহাসম্মেলনেই আপনারা পাগড়ি/ওড়না গ্রহণ করবেন ইনশাআল্লাহ।

আঞ্জুমান আপনাদের নিয়ে দিনরাত ভাবছে। ইতিপূর্বে যারা খামিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনারা তৈরি থাকুন। আপাতত অনলাইনেই হচ্ছে আপনাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা। পরবর্তী নির্দেশনা খুব শিগগির পেয়ে যাবেন। আপনার জানাশোনা সনদ পড়তে আগ্রহীদের জানিয়ে রাখুন। মানসিকভাবে প্রস্তুত থাকুন রেজিষ্ট্রেশন করার জন্য।

গ্রুপ লিংক পেতে আইডিগুলো ফলো রাখবেন
Anjuman Bd (ফেইসবুক আইডি)
Anjumane Talimul Quran Bangladesh (পেইজ)

নিবেদক
(মাওলানা ক্বারী) ইমদাদুল হক
সাধারণ সম্পাদক
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ

সার্বিক যোগাযোগ
(মাওলানা ক্বারী) ইনাম বিন সিদ্দিক
সহ-সাধারণ সম্পাদক
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ
01723484070, 01719237720