আঞ্জুমান সংবাদ

২০১৩ সালের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ
—————————————-
বিগত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০১৩ ইং (১৪৩৪ হিজরী) শিক্ষাবর্ষের দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপণী বর্ষ) খামিছ (৫ম জামাআত) রাবে (৪র্থ জামাআত) কেন্দ্রীয় পরীার ফলাফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশ উপলে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্রা কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা আঞ্জুমান প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় সভাপতি শায়খুল কুররা আলহাজ্ব মাওলানা আলী আকবর সিদ্দীক ভানুগাছীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলাম কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল সভাপতির নিকট পেশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরীক্ষা কমিটির সদস্য সর্ব জনাব মাওলানা ক্বারী আবুল বাশার, মাওলানা ক্বারী হারুনুর রশীদ, মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, মাওলানা ক্বারী ইমদাদুল হক, মাওলানা ক্বারী আজমল আলী, ও আলহাজ্ব মুহাম্মদ বশির উদ্দীন প্রমুখ।
বিগত রমজানে সারা দেশে নয়শতাধিক কিরাআত প্রশিক্ষন কেন্দ্রে প্রায় ৯০,০০০ (নব্বই হাজার) ছাত্র-ছাত্রী ইলমুল ক্বিরাআত শিক্ষাগ্রহণ করে। তন্মোধ্যে তিনটি কাসে ৬,৭৩৭ (ছয় হাজার সাতশত সাইত্রিশ) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। রাবে জামাআতে ৩,৩২০ (তিন হাজার তিনশত বিশ) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ২,৬৬৪ (দু’হাজার ছয়শত চৌষট্টি) জন, পাশের হার ৮০.২৪%। খামিছ জামাআতে ২,৫৪৫ (দু’হাজার পাঁচশত পয়তাল্লিশ) জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ১,৬৪৬ (এক হাজার ছয়শত ছিচল্লিশ) জন, পাশের হার ৬৪.৬৭%। সনদ জামাআতে ৮৭৩ (আটশত তিয়াত্তর) জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হন ৬৫৮ (ছয়শত আটান্ন) জন, পাশের হার ৭৫.৩৭%।

# রাবে জামাআতে মেধা তালিকায় উত্তীর্ণ হন ১৪৭ জন
প্রথম : মুহাম্মদ সোহাগ আহমদ (রোল : ২৫৬০) কেন্দ্র : বড় ঘাগটিয়া জামে মসজিদ সাচনা বাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জ। দ্বিতীয় : মুহাম্মদ ফয়জুল হক (রোল : ২৫৪) কেন্দ্র : খাশজান সৎপুর দারুস সুন্নাহ মাদ্রাসা, দেওকলস, বিশ্বনাথ সিলেট। তৃতীয় : মুছাম্মৎ মারইয়াম শিকদার ঝর্না (রোল : ৩৬৩) কেন্দ্র : নুরানিয়া হাফিজিয়া পঞ্চগ্রাম মাদ্রাসা, লালপুর, সদর, সুনামগঞ্জ।

# খামিছ জামাআতের মেধা তালিকায় উত্তীর্ণ হন ৩৬ জন
প্রথম : মুহাম্মদ নুরুজ্জামান দুলন (রোল : ৪৬৪) কেন্দ্র : নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা হবিগঞ্জ। দ্বিতীয় : মুহাম্মদ মাহফুযুর রহমান নাদীম (রোল : ১২৯০) কেন্দ্র : মদনী মহল্লা, সুনামগঞ্জ। তৃতীয় : মুহাম্মদ ইমরান হুসাইন (রোল : ৪৬০) কেন্দ্র : নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, হবিগঞ্জ।

# সনদ জামাআতের মেধা তালিকায় উত্তীর্ণ হন ১৫ জন
প্রথম: হাফেজ মুহাম্মদ আবু হুরায়রা (রোল : ৫৬) কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর (ষাটঘর), কদমতলী, সিলেট। দ্বিতীয়: মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস. (রোল : ৩১৯) কেন্দ্র : দারুল উলূম মহিলা মাদ্রাসা, মিরপুর-১, ঢাকা। তৃতীয়: মুহাম্মদ ওমর আল ফারুক (রোল : ৫০১) কেন্দ্র : জামিয়া ইসলামিয়া ফিরোজাবাগ, বালাগঞ্জ, সিলেট।

সংক্ষেপে সব জামাআতের ফলাফল : রাবে জামাআতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯৭৪ জন। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১০১২ জন। তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৫৩০ জন। খামিছ জামাআতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৪৬ জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৭০৮ জন ও তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৫৫৬ জন। সনদ জামাআতে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৫৩ জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৪৭ জন ও তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৯৮ জন।
ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে এবং সানী নযর (পূণ:নিরীণ) করতে হলে পরীক্ষা সমপরিমাণ ফি দাখিল করত: সরাসরি কেন্দ্রীয় পরিক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী এক মাসের মধ্যে আবেদন করতে পারবেন।
শাখা কেন্দ্র সমূহ রাবে ও খামিস জামাআতের ফলাফল ও মার্কসিট কেন্দ্রীয় দফতর অথবা সকল পরীক্ষা সেন্টার হতে আগামী দশদিন পর সংগ্রহ করতে পারবেন।