আঞ্জুমান ১৪৪৫ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আঞ্জুমান ১৪৪৫ হিজরীর কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

11, Jun, 2024

১১ জুন মঙ্গলবার বিকেল ৪ টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০২৪ শিক্ষাবর্ষের (১৪৪৫ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ), খামিছ (৫ম জামাআত) ও রাবে (৪র্থ জামাআত) নির্বাচনী ও ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা আঞ্জুমান সাধারণ সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমানের কেন্দ্রীয় সভাপতি শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ.-এর প্রধান খলিফা মাওলানা ক্বারী শায়খ আব্দুল ওয়াহহাব সাহেবের নিকট হস্তান্তর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী শায়খ জালালুদ্দিন গবিনপুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী তৈয়িবুর রহমান চৌধুরী, পরীক্ষা কমিটির সদস্য ও প্রচার-প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, অফিস সম্পাদক মাওলানা ক্বারী ইহসান বিন সিদ্দিক, কেন্দ্রীয় মজলিসে শুরা-আমেলার সদস্য ও সিলেট মহানগর সভাপতি মাওলানা ক্বারী রফিকুল ইসলাম জাকারিয়া, মজলিসে শুরা সদস্য মাওলানা ক্বারী শামছুল হক, কেন্দ্রীয় পরীক্ষক ও পরিদর্শক মাওলানা ক্বারী শরীফ আহমদ সুলতান, মাওলানা ক্বারী জুবায়ের আহমদ লস্কর, মাওলানা ক্বারী হাবিবুর রহমান হাবিব, মাওলানা ক্বারী নাঈমুল হাসান নাজিম, সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হান্নান, কেন্দ্রীয় প্রশিক্ষক মাওলানা ক্বারী আলী মর্তুজা বিন আমীন, মাওলানা ক্বারী আসাদুজ্জামান প্রমুখ।
বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org এই ওয়েবসাইটে। এছাড়া শীঘ্রই বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ। শাখা কেন্দ্রসমূহ প্রয়োজনে বা অবহিত করলে সনদ, খামিছ ও রাবে জামাতের ফলাফল/ মার্কসীট স্ব স্ব পরীক্ষা সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।
ফলাফল সংক্রান্ত কোন সংশোধনী, অভিযোগ থাকলে বা পুন:নিরীক্ষণ (সানী নযর) করতে হলে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ফিসহ সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ৩০ যিলহজ্ব-এর মধ্যে আবেদন করতে হবে।