শায়খুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দীক রাহ. প্রতিষ্ঠিত, দেশের শীর্ষ কুরআনী শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের মাহে রমজানে মাসব্যাপী অনলাইন সনদ জামাতের (সমাপনী বর্ষ) শিক্ষার্থীদের নিয়ে বিগত ১৪ আগস্ট থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অফলাইন ক্লাস আজ ২০ আগস্ট সমাপ্ত হলো মারকাজী পরীক্ষার মাধ্যমে।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে দুপুর ১২টায় সিলেট আঞ্জুমান কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী শায়খ জালাল উদ্দিন গবিনপুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষক, সনদ অফলাইন প্রশিক্ষণের নাযিম শায়খুল হাদীস মাওলানা ক্বারী হেলাল আহমদ হেতিমগঞ্জীর পরিচালনায় এক বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী শায়খ আব্দুল ওয়াহাব, মাওলানা ক্বারী আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক, সহ-সম্পাদক মাওলানা ক্বারী শায়খ নূরুল মুত্তাকিন জুনাইদ, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী শায়খ জুবায়ের আহমদ আনোয়ারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শুরা ও আমেলা সদস্য সিলেট জেলা ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা ক্বারী হিফজুর রহমান, মাওলানা ক্বারী শরীফ আহমদ, সিলেট মহানগর আহবায়ক মাওলানা ক্বারী রফিকুল ইসলাম জাকারিয়া, প্রকাশনা বিভাগ সহযোগী ও জামিয়ার শিক্ষাসচিব মাওলানা ক্বারী ফয়জুল্লাহ মায়মুন, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ক্বারী ইহসান বিন সিদ্দিক, মাওলানা ক্বারী মামুনুর রশীদ মাসুম, মাওলানা ক্বারী বুরহান আহমদ, হাফিজ খাব্বাব আহমদ, মাওলানা ক্বারী মুশাররফ হুসাইন প্রমুখ।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নছিহতের পাশাপাশি আসন্ন শিক্ষক প্রশিক্ষণ, দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণ, মজবুত ও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেয়া হয়। সভার সভাপতি মাওলানা ক্বারী শায়খ জালাল উদ্দিন গবিনপুরীর মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ ও সভার সমাপ্তি হয়।