জামিয়া তা’লীমুল কুরআনের ল্যাংগুয়েজ ক্লাব ও কম্পিউটার ক্লাসের উদ্বোধন

জামিয়া তা’লীমুল কুরআনের ল্যাংগুয়েজ ক্লাব ও কম্পিউটার ক্লাসের উদ্বোধন

14, Jul, 2019

শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক রাহ. প্রতিষ্ঠিত জামিয়া তালিমুল কুরআন গোটাটিকর সিলেটের ছাত্রদের যোগ্য, দক্ষ ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে ল্যাংগুয়েজ ক্লাব (আরবি, ইংরেজি ও বাংলা) ও কম্পিউটার ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) সকালে জামিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানীর সভাপতিত্বে ও শিক্ষাসচিব মাওলানা ফয়জুল্লাহ মায়মুনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, সিলকো হোমস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।

প্রধান অতিথি ল্যাংগুয়েজ ক্লাব ও কম্পিউটার ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় জামিয়ার সময়োপযোগী এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। সেই সাথে ছাত্রদের কম্পিউটার ক্লাসের সুবিধার্থে একটি নতুন কম্পিউটার দান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আজম খান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়ার নায়েবে মুহতামিম হাফিজ মাওলানা ইনাম বিন সিদ্দিক, মাওলানা যুবায়ের আহমদ আনোয়ারী, হাফিজ মাওলানা মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুন নূর, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল হুসাইন শরীফ, মাওলানা ইবাদ বিন সিদ্দিক, মাস্টার রুকন উদ্দিন, মাস্টার সাবেরীন প্রমুখ।